বাসস
  ৩০ ডিসেম্বর ২০২৩, ২১:৩৬
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ২৩:৫২

ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৪ জনের মৃত্যু 

নান্দাইল (ময়মনসিংহ), ৩০ ডিসেম্বর, ২০২৩ (বাসস) : জেলার নান্দাইল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ঘোষপালা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 
নিহতরা হলেন- অটোরিকশা চালক জামাল উদ্দিন (৩২), তার মা আনোয়ারা বেগম (৬৫), শিশুকন্যা ফারিয়া ইসলাম আনিকা (৪) ও ফাহমিদা ইসলাম ফাইজা (৬)। 
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান- মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্র জানায়, জামাল উদ্দিন নিজের বসত ঘরেই অটোরিকশার ব্যাটারি চার্জ দিতেন।  শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ব্যাটারি চার্জ দেওয়া অটোরিকশাটির চার্জ খোলার সময় অসাবধানতায় বিদ্যুৎতায়িত হয়ে গেলে জামাল উদ্দিন বিদ্যুস্পৃষ্ট হয়ে পড়েন। এতে জামাল উদ্দিনের আর্তচিৎকারে দিলে তার মেয়ে আনিকা ও ফাইজা দৌঁড়ে বাবার কাছে গেলে তারাও বিদ্যুতায়িত হন। এসময় জামাল উদ্দিনের মা আনোয়ারা বেগম ঘটনাস্থলে গিয়ে ছেলে ও নাতিদের ধরলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। 
পরবর্তীতে জামাল উদ্দিনের বড় মেয়ে মারুফা জান্নাতুলের (৮) চিৎকারে আশপাশের লোকজন এসে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করেন। 
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ জানান, ঘটনা পরপর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থে গিয়েছে।