বাসস
  ৩১ ডিসেম্বর ২০২৩, ১৬:৩৪

বগুড়ায় তৃতীয় লীঙ্গের মানুষের মাঝে কম্বল বিতরণ

বগুড়া, ৩১ ডিসেম্বর, ২০২৩ (বাসস): জেলার সারিয়াকান্দিতে তৃতীয় লীঙ্গের মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। 
রোববার বেলা ১২ টায় সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তৌহিদুর রহমান তার কার্যালয় থেকে এসব কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক, উপজেলা প্রকৌশলী তুহিন সরকার ও মাসুদ পারভেজ প্রমুখ।
উপকার ভোগী পৌর এলাকার শিখা বলেন, তৃতীয় লীঙ্গের মানুষ হওয়ায় আমাদের সবাই অবহেলা করে। প্রচন্ড শীতে আমাদের চরম কস্ট সহ্য করতে হচ্ছিল। কেউ আমাদের খোঁজ নেয় না। আজ বিনামুলে কম্বল পাওয়ায় আমরা খুবই খুশি।’
একই গ্রামের মনিকা বলেন, ‘হামার তো ঘর নাই, বাড়ি নাই। নিজের বলতে তেমন কোনও কাপড় চোপড়ই নাই। কম্বল পেয়ে হামি খুবই খুশি। আল্লাহ যেন শেখের বেটির (প্রধানমন্ত্রী) ভালো করে।’