শিরোনাম
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ১ জানুয়ারি, ২০২৪ (বাসস) : গোপালগঞ্জে বই উৎসবের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বই উৎসবের উদ্বোধন করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত বই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ সিদ্দিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হালদার প্্রমুখ বক্তব্য রাখেন।
পরে প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন।
এরপর গোপালগঞ্জ জেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বই বিতরণ শুরু হয়। বিদ্যালয় গুলোতে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ চলছে। সারাদিন বই বিতরণ চলবে বলে গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাটি দশ পল্লী নেছার উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসাদ কুমার মৃধা জানিয়েছেন।
এদিন দুপুরে শহরের স্বর্ণ কলি উচ্চ বিদ্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ গোলাম কবির বই উৎসবের উদ্বোধন করেন।
স্বর্ণ কলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহে আলম বই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন। এ সময় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য , শিক্ষকমন্ডলী, অভিভাবক, শিক্ষার্থী ও প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
এছাড়া শহরের এস এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এস এম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, বীণাপাণী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজে বই উৎসবের উদ্বোধন করা হয়।
গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ গোলাম কবির বলেন, শিক্ষাবর্ষের প্রথম দিনেই গোপালগঞ্জ জেলার পাঁচ উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে ২০ লাখ ৩৯ হাজার ৬০৮ টি নতুন বই তুলে দেওয়া হচ্ছে। সকালে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম গোপালগঞ্জ জেলায় বই উৎসবের উদ্বোধন করেন।