বাসস
  ০১ জানুয়ারি ২০২৪, ১৫:৩২

বগুড়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা 

বগুড়া, ১ জানুয়ারি, ২০২৪ (বাসস): দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলার ভোট গ্রহণকারী কর্মকর্তাদের নিয়ে এক প্রশিক্ষন কর্মশালা সোমবার অনুষ্ঠিত হয়েছে। এতে  প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
জেলা প্রশাসন ও জেলা নির্বাচন  অফিসের উদ্যোগে বগুড়া শহীদ বীরমুক্তিযোদ্ধা টিটু মিলনায়তনে আয়োজিত কর্মশালায়  প্রিজইডিং অফিসার , সহকারি প্রিজাইডিং অফিসার , পোলিং অফিসার , সহকারি পোলিং অফিসারসহ ভোট গ্রহনকারী সংশ্লিষ্টারা অংশ নেন। 
দিন ব্যাপী কর্মশালায় বক্তব্য রাখেন বগুড়ার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম , জেলা পুলিশ সুপার (সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) সুদীপ কুমার চক্রবর্ত্তী ও রাজশাহী বিভাগীয়  আঞ্চলিক  নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন। 
জেলা প্রশাসনের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসুম আলী বেগ, সদর উপজেলার নির্বাহী অফিসার মোছা: ফিরোজা পারভীন ও জেলা সিনিয়র নির্র্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান এসময় উপস্থিত ছিলেন।