বাসস
  ০১ জানুয়ারি ২০২৪, ১৬:১৬

মাধবপুরে সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু

হবিগঞ্জ, ১ জানুয়ারি, ২০২৪ (বাসস): হবিগঞ্জের মাধবপুর উপজেলায় আজ এক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও একজন।
সোমবার সকালে উপজেলার জগদীশপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকের চাপায় নিহত হন সিএনজি চালক হামিদ মিয়া (৩৩) ও যাত্রী রনি মিয়া (২৫)। হামিদ মিয়া মাধবপুর উপজেলার কমলপুর গ্রামের মৃত মফিজুলের ছেলে এবং রনি মিয়া একই গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে। এছাড়া আহত অপর যাত্রী রিপন আহমেদকে (২৪) ব্রাক্ষণবাড়িয় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনিও একই এলাকার বাসিন্দা।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, একটি অটোরিকশা মাধবপুর থেকে শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুরে আসছিল। জগদীশপুর তেমুনিয়ায় এসে অটোরিকশাটির চালক হঠাৎ তার নির্দিষ্ট লেন থেকে সরে গেলে পেছনে থাকা আসা ট্রাকে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। আহত রনি মিয়াকে হাসপাতালে নিয়ে গেল দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।