বাসস
  ০১ জানুয়ারি ২০২৪, ১৬:৩৬

বিএনপির আহ্বানে মানুষ সাড়া দিচ্ছেন না: হানিফ

কুষ্টিয়া, ১ জানুয়ারি, ২০২৪ (বাসস) : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন,  বিএনপির ভোট বর্জনের আহবানে দেশের মানুষ সাড়া দিচ্ছেনা। 
আজ সোমবার সকালে কুষ্টিয়া শহরে নিজ বাসায় দলীয় নেতাকর্মীদের সাথে নির্বাচনী মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, তারেক জিয়া রাজনীতিবিদ নন বরং সন্ত্রাসী দলের নেতা। বিদেশে বসে ভোট বর্জনের আহ্বান শুধুমাত্র বিএনপি দলের নেতারাই সাড়া দিচ্ছেন, সাধারণ মানুষ সাড়া দিচ্ছেন না।
তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াত প্রয়োজন থেকে অপ্রয়োজনীয় বিভ্রান্তিকর কথাবার্তা বলছেন বেশি। সারাদেশে ভোটারদের মধ্যে ভোটের আমেজ দেখা দিয়েছে এবং ব্যাপক হারে কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেবে তারা। 
৭ জানুয়ারি নির্বাচনের দিন কোন সন্ত্রাসী অরাজকতা বা চোরা গুপ্তা কোন কার্যক্রম সৃষ্টি করলে তাদের কঠোরভাবে দমন করা হবে বলেও জানান হানিফ। 
এই সময় সংসদ সদস্য আ: খ: সরোয়ার জাহান বাদশা এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগার আলী উপস্থিত ছিলেন।