বাসস
  ০১ জানুয়ারি ২০২৪, ১৮:২২

ময়মনসিংহে বই উৎসবে বিভাগের ৩৫টি উপজেলায় শিক্ষার্থীদের আনন্দ-উচ্ছ্বাস 

ময়মনসিংহ, ১ জানুয়ারি, ২০২৪ (বাসস) : ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে আজ প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ শুরু হয়েছে। বিভাগের চার জেলার ৩৫টি উপজেলার শিক্ষার্থীরা আনন্দ-উচ্ছ্বাসে বই উৎসব উদযাপন করেছে।
সকালে নগরীর নওমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পারিচালক মোহাম্মদ আলী রেজার সভাপতিত্বে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, প্রাথমিক শিক্ষা অফিসার শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন। 
এ বছর ময়মনসিংহ জেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে ১৪ লাখ ৪৮ হাজার ৫৫ শিক্ষার্থীর মধ্যে ৮৭ লাখ ৮৪ হাজার ৬০৫টি বই বিতরণ করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ৭ লাখ ৯২ হাজার ২১৯ শিক্ষার্থীর মধ্যে শতভাগ ৩৬ লাখ ৮১ হাজার ৮৪০টি বই বিতরণ করা হয়েছে। মাধ্যমিক পর্যায়ে ৬ লাখ ৫৫ হাজার ৮৩৫ শিক্ষার্থীর মধ্যে চাহিদার ৭২ লাখ ৮৭ হাজার ৮৯৩ টি বইয়ের মধ্যে ৫১ লাখ ২ হাজার ৮৬৫টি বই পাওয়া গেছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর সংখ্যা ৬ লাখ ৯২ হাজার ৩০০। নতুন বছরে বই পেয়েছি ৩৫ লাখ ৮১ হাজার ৮৪০টি। নতুন বছরে প্রাথমিকের শতভাগ শিক্ষার্থীদের মধ্যে বই দেয়া হবে।
তিনি বলেন, প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী সংখ্যা ৯৯ হাজার ৯১৯ জন। তাদের প্রত্যেককে একটি করে বই ও একটি করে খাতা দেয়া হবে। জেলায় মোট প্রতিষ্ঠান ৪ হাজার ২৩৭টি, তন্মধ্যে ২ হাজার ১৪০টি সরকারি।
জেলা শিক্ষা কর্মকর্তা মোহছিনা খাতুন বলেন, নতুন বছর ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী সংখ্যা ৬ লাখ ৫৫ হাজার ৮৩৫ জন। জেলায় মোট বইয়ের চাহিদা ৭২ লাখ ৮৭ হাজার ৮৯৩ টি। এর মধ্যে হাতে পেয়েছি ৫১ লাখ ২ হাজার ৮৬৫ টি বই পেয়েছি। যা মোট চাহিদার ৭০ শতাংশ।
তিনি বলেন, গতবারের চেয়ে এবার অনেক বেশি বই আমরা হাতে পেয়েছি। বাকি ৩০ শতাংশ বই জানুয়ারি মাসের মধ্যে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেয়া সম্ভব হবে। নতুন বই পাওয়া কয়েকজন শিক্ষার্থী জানান, বছরের প্রথমদিনে নতুন বই পেয়ে তারা আনন্দিত। এর ফলে পড়াশুনায় মনোযোগ বাড়বে।
বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া বলেন, ময়মনসিংহ বিভাগের চার জেলার ৩৫টি উপজেলায় উৎসবমূখরভাবে বই উৎসব হয়েছে। বছরের প্রথমদিন বই উৎসবের মাধ্যমে বই বিতরণ শিক্ষার্থীদের মধ্যে পড়াশুনায় আগ্রহ বাড়বে।