শিরোনাম
মাগুরা, ২ জানুয়ারি ২০২৪ বাসস): ‘সমাজসেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে মাগুরায় আজ মঙ্গলবার জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বেলা সাড়ে ১১ টায় কালেক্টরেট চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের রাজস্ব ভবনের সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. জাহিদুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদের, সাবেক অধ্যক্ষ মাহাফুজুর রহমান খান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাক্তার আমিনুল ইসলাম, সদর উপজেলা সমাজ সেবা অফিসার ঝুমুর সরকার,বে-সরকারি স্বেচ্ছাসেবী সংস্থা আরডিসির নির্বাহী পরিচালক লায়লা কানিজ বানু, গৃহগ্রাম যুব সংগঠনের নির্বাহী পরিচালক মুজিবুর রহমান, তরঙ্গ প্রতিবন্ধী সংগঠনের সভাপতি আব্দুল আলিম প্রমুখ।