বাসস
  ০২ জানুয়ারি ২০২৪, ১৭:২৩

সুনামগঞ্জের ইকবালনগর গ্রামে শীতার্ত মানুষদের মধ্যে কম্বল বিতরণ 

সুনামগঞ্জ, ২ জানুয়ারি, ২০২৪ (বাসস) : জেলার ইকবালনগর গ্রামে শীতার্ত অসহায় মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার ভোরে শীতার্ত, অসহায় ও দু:স্থ মানুষদের ঘরে ঘরে গিয়ে কম্বল পৌঁছে দেন জেলা প্রশাসক  মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল করিম, জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা মো.শফিকুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা। 
সুবিধাভোগি গ্রামবাসী মালেকা বেগম বলেন, জেলা প্রশাসক এই শীতের রাতে ঘরে ঘরে এসে কম্বল বিতরণ করায় আমরা অনেক খুশি।’ 
নুর মিয়া বলেন, ‘কম্বল পেয়ে খুব ভালো লাগছে, রাতে আরামে ঘুমাতে পারবো।’
সুনামগঞ্জের জেলা প্রশাসক ইকবাল চৌধুরী বলেন, সুনামগঞ্জ জেলায় শীতার্ত, অসহায় ও দু:স্থ মানুষের কষ্ট যাতে লাঘব হয়, সে জন্য তাদের মধ্যে কম্বল বিতরণ অব্যাহত থাকবে।
জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা মো.শফিকুল ইসলাম বলেন, জেলার জন্য এ পর্যন্ত ৫০ হাজার শীতবস্ত্র বরাদ্দ পাওয়া গেছে। আরো বরাদ্দের জন্য আমরা ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ে চাহিদাপত্র প্রেরণ করেছি।