বাসস
  ০২ জানুয়ারি ২০২৪, ২০:৫৩

পাবনার ঈশ্বরদীতে নৌকা প্রতীকের সমর্থনে নারী সমাবেশ 

ঈশ্বরদী (পাবনা), ২ জানুয়ারি ২০২৪ (বাসস) : জেলার ঈশ্বরদীতে আজ উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগের উদ্যাগে পাবনা-৪ (ঈশ্বরদী- আটঘরিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
আজ মঙ্গলবার বিকাল ৩টায়  ঈশ্বরদী পৌর এলাকার আলীবর্দী রোডে এ নারী সমাবেশের আয়োজন করা হয়। 
ঈশ্বরদী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কামরুন্নাহার শরীফের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাবনা-৪ (ঈশ্বরদী- আটঘরিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী গালিবুর রহমান শরীফ। 
পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিন পিয়ার সঞ্চালনায় এ নারী সমাবেশে আরও বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবিনা ইয়াসমিন, ঈশ্বরদী উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মেরিনা ইয়াসমিন লাকি ও সাধারণ সম্পাদক সোহানা পারভিন রুনা প্রমুখ। 
সমাবেশে বক্তারা আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহবান জানান।