বাসস
  ০৩ জানুয়ারি ২০২৪, ১০:৪৯

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

বগুড়া, ৩ জানুয়ারি, ২০২৪ (বাসস) : জেলা শহরের উপকন্ঠে মাটিডলীতে বুধবার সকাল ৮টায় পিক-আপ
ভ্যানের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় সিএনজির ২ যাত্রী আহত হয়েছে।মৃতরা শিবগঞ্জ উপজেলার ইউসুফ আলীর ছেলে মোখলেছুর রহমান(৫০) ও সিএনজির যাত্রী শিবগঞ্জ উপজেলারশ শ্যামপুর গ্রামের আবুর হেসেনের ছেলে রফিকুুল ইসলাম(৫২)।
ঘটনা স্থলে থাকা বগুড়া সদর থানার কর্তব্যরত এএসআই তাজুল ইসলাম জানান, আজ সকাল ৮ টায় জেলার শিবগঞ্জ উপজেলা থেকে একটি সিএনজি থ্রি-হুইলার ৩ জন্ যাত্রী নিয়ে বগুড়া  শহরের দিকে আসছিল । বিপরত দিকে থেকে একটি বাড়ির আসবাব পত্র বোঝাই পিক আপ ভ্যানের(ঢাকা মেট্রো-ন ১৯-২২১৪) সাথে মাটিডালীতে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজি চালক মোখলেছুর রহমান ও সিএনজি যাত্রী রফিকুল ইসলাম ঘটনা স্থলে মারা যান। সিএনজির ২ যাত্রী  গুরুতর আহত হয়। আহতরা বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাতালে  চিকিৎসাধীন আছেন।  পুলিশ জানায়  সিএনজি চালকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তার করা হয়েছে। যাত্রীর লাশটি ঘটনা স্থলে পুলিশ হেফাজতে আছে। পিক আপের চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
এ ব্যাপারে বগুড়া কুন্দার হাট হাইওয়ে ফাঁড়িতে মামলা  হবে বলে জানান এএসআই তাজুল ইসলাম।