বাসস
  ০৩ জানুয়ারি ২০২৪, ১৯:০০

দিনাজপুরে তাপমাত্রা নেমে গেছে ৯.৫ ডিগ্রিতে  

দিনাজপুর, ৩ জানুয়ারি, ২০২৪ (বাসস) : উত্তরাঞ্চলীয় এই জেলায় শীতের তীব্রতা বেড়েই চলছে। আজ সর্বনিন্ম তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে।  
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আসাদুজ্জান আসাদ বুধবার বিকেল ৪টায় সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাংলা মাসের আগামী ৩০ পৌষ পর্যন্ত শীতের তীব্রতা আরো বাড়বে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯%। গতকাল মঙ্গলবার একই সময় দিনাজপুরে সর্বনিন্ম তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি  সেলসিয়া এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। 
শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে শীত বস্ত্র বিতারণ অব্যহত রয়েছে। শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় দরিদ্র ছিন্নমূল জনগোষ্ঠীর মধ্যে শীতবস্ত্র বিতারণে সকলকে এগিয়ে আসার আহ্বান  জানিয়েছেন জেলা প্রশাসক শাকিল আহমেদ। 
দিনাজপুরে শীতজনিত রেগ বেড়ে গেছে বলে বুধবার দুপুরে সাংবাদিকদের জানিয়েছেন সিভিল সার্জন ডাক্তার বোরহানুল কবির সিদ্দিকী। গত ২৪ ঘন্টায় জেলার ১৩ টি উপজেলার স্বাস্থ্যকমপ্লেক্স ও সদর হাসপাতালে শীত জনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে প্রায় ২০০ শিশু ও অন্যান্য রোগী। এছাড়া প্রতিদিন বহিঃর্বিভাগে শীতজনিত রোগের চিকিৎসা নিচ্ছেন অনেকে।