বাসস
  ০৩ জানুয়ারি ২০২৪, ২০:৩৭

শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্যের বদল হয় : পরিকল্পনামন্ত্রী 

সিলেট, ৩ জানুয়ারি, ২০২৪ (বাসস) : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্যের বদল হয়। কারণ আওয়ামী লীগ গণমানুষের দল। 
মন্ত্রী মঙ্গলবার নিজ নির্বাচনী এলাকা সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার গনিগঞ্জ বাজারে পাথারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
এম এ মান্নান বলেন, আমাদের দেশের মানুষের ভাগ্যের যে পরিবর্তন ঘটেছে তা চোখে দেখা যায়। একসময় আমাদের অভাব ছিল, রাস্তাঘাট ছিলনা, সময়ের ব্যবধানে এখন আমাদের সার্বিক উন্নয়ন যেমন হয়েছে, তেমনি জীবনযাত্রায়ও পরিবর্তন এসেছে, এটা সম্ভব হয়েছে একমাত্র জাতির পিতার কন্যা শেখ হাসিনার সাহসী ও যাদুকরী নেতৃত্বের কারণে।
শৈশবে নিজের চোখে দেখা বিভিন্ন প্রাকৃতিক বিরূপ পরিস্থিতিতে গ্রামের মানুষের কষ্টের চিত্র তুলে ধরে মান্নান বলেন, ‘‘গ্রামে দেখেছি চৈত্র মাসে মানুষের কষ্ট। এ ছাড়া গ্রামে নিরাপদ পানি, টিউবওয়েলের অভাব ছিল। তাই আমি গ্রামে গ্রামে শত শত টিউবওয়েল, ল্যাট্রিন দিয়েছি। এর জন্য নেত্রী আমাকে ১০০ কোটি টাকার প্রকল্প দিয়েছেন।’’ 
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রামকে শহরে রূপান্তর করার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের উদ্দেশ্যে বলেন, ‘‘এজন্য আমরা গ্রামের দিকে বেশি নজর দিয়েছি। যাদের ঘর নেই তাদের খুঁজে খুঁজে তিনি ঘর বানিয়ে দিয়েছেন। যা এর আগে কেউ চিন্তাই করতে পারেনি।’’ 
এম এ মান্নান বলেন, দেশ এখন উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। কিন্তু এই অগ্রযাত্রাকে বিএনপি মানতে চায় না। তারা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হঠাতে চায়। তারা বলে ভোট হতে দেব না। মূল কথা হলো তারা নির্বাচনে ভয় পায়। 
পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর আলমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও পূর্ব বীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, উপজেলা কৃষকলীগের আহবায়ক ফয়েজুর রহমান প্রমুখ।