বাসস
  ০৪ জানুয়ারি ২০২৪, ২০:০৬

ইজারা মূল্য পরিশোধের ব্যবস্থাসহ ফুল সার্ভিস জলমহাল সিস্টেম স্থাপনে ভূমিমন্ত্রীর নির্দেশ

ঢাকা, ৪ জানুয়ারি, ২০২৪ (বাসস) : জলমহালের ইজারা মূল্য পরিশোধ, অনলাইনে ইজারা প্রতিবেদন, ইজারা আদেশসহ জলমহালের ইজারা ব্যবস্থার সংশ্লিষ্ট কার্যক্রম অনলাইনেই সম্পন্ন করার সুবিধাসহ ফুল সার্ভিস ডিজিটাল জলমহাল সিস্টেম স্থাপনের নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
তিনি মঙ্গলবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ভূমি মন্ত্রণালয়ের সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৭৫তম সভায় সংশ্লিষ্টদের এই নির্দেশ দেন। 
এ সময় উপস্থিত ছিলেন ভূমি সচিব মো. খলিলুর রহমান এবং ভূমি মন্ত্রণালয়ের সায়রাত মহাল শাখা এবং মৎস্য অধিদপ্তর ও সমবায় অধিদপ্তর কর্মকর্তাবৃন্দ।
ইজারার জন্য প্রস্তাবকৃত জলমহাল সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকবৃন্দ এবং তাদের প্রতিনিধিবৃন্দ সভায় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
উল্লেখ্য, ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান এ কে এম শামিমুল হক এবং ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ আব্দুস সবুর মন্ডল এবারের জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত সভায় উপস্থিত ছিলেন। তাঁরা জলমহাল ইজারা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।