বাসস
  ০৪ জানুয়ারি ২০২৪, ২৩:৩৭

ঈশ্বরদীতে নৌকার প্রার্থী শরীফের বিশাল নির্বাচনী জনসভা

ঈশ্বরদী (পাবনা), ৪ জানুয়ারি, ২০২৪ (বাসস) : পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফের এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরদী শহরের খায়রুজ্জামান বাবু কেন্দ্রীয় বাস টার্মিনালে এ জনসভার আয়োজন করা হয়।
ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পৌর মেয়র ইসাহাক আলী মালিথার সঞ্চালনায়- বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়াামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা চান্না মন্ডল, বীর মুক্তিযোদ্ধা রশিদউল্লাহ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ আলী জিরু, জেলা আওয়মী লীগের মহিলা সম্পাদিকা মহাজাবিন শিরিন পিয়া।
বক্তারা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নৌকার প্রার্থীর বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।