শিরোনাম
কুমিল্লা (দক্ষিণ), ৫ জানুয়ারি, ২০২৪ (বাসস): আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রমকে গতিশীল করতে কুমিল্লায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকার্তা ও প্রশিক্ষক-প্রশিক্ষিকাগণের মধ্যে মোটর সাইকেল ও স্কুটি বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে ১০ টায় কুমিল্লা জেলা আনসার ভিডিপি কার্যালয়ে এ কার্যক্রম অনুষ্ঠিত হয় ।
জেলা আনসার ভিডিপির জেলা কমান্ডেন্ট মোঃ শাহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশীষ কুমার ভটাচার্য বিভিএমএস, পরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কুমিল্লা রেঞ্জ কুমিল্লা মহোদয়। এ সময় তিনি বলেন নির্বাচনী দায়িত্ব দ্রুত সঠিক ভাবে পালন করা এবং যাতাযাতের সুবিধার্থে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ জেলায় ১৭টি উপজেলা ১১টি আসনে ১৪৩৫টি কেন্দ্র রয়েছে প্রতিটি কেন্দ্রে ১২ জন করে ১৭২২০ জন আনসার ও ভিডিপি সদস্য উক্ত কেন্দ্রের নিরাপত্তায় দায়িত্ব পালন করবে। এছাড়াও রিটানিং অফিসার ও জেলা ম্যাজিস্ট্রেট এর চাহিদার প্রেক্ষিতে প্রতি উপজেলায় ৮ জন করে আনসার ব্যাটালিয়ন সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন।
এসময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ও প্রশিক্ষক-প্রশিক্ষিকাগনের মধ্যে ২২ টি মোটর সাইকেল ও স্কুটি বিতরণকরেন।