বাসস
  ০৫ জানুয়ারি ২০২৪, ২০:৫১

গাইবান্ধা-৫ আসনের ভোট বন্ধের খবর সঠিক নয় : ইসি

ঢাকা, ৫ জানুয়ারি, ২০২৪ (বাসস): গাইবান্ধা-৫ আসনের ভোট বন্ধের যে খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচার হচ্ছে তা সঠিক নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ সন্ধ্যায় ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) শরিফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, "৩৩ গাইবান্ধা-৫ আসনের ভোট বন্ধ করেছে নির্বাচন কমিশন” শিরোনামে দেশের বিভিন্ন টিভি চ্যানেলের স্ক্রলে এবং প্রিন্ট ও অনলাইন মিডিয়ার অনলাইন ভার্সনে এ সংক্রান্ত তথ্য প্রচার করা হচ্ছে। প্রকৃতপক্ষে নির্বাচন কমিশন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩৩ গাইবান্ধা-৫ আসনের নির্বাচনের ভোটগ্রহণ বন্ধ করা সংক্রান্ত কোন সিদ্ধান্ত গ্রহণ করেনি। এ তথ্যটি অসত্য ও ভিত্তিহীন।"
এ তথ্যে সংশ্লিষ্ট আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভোটারসহ সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেশের সকল ধরনের গণমাধ্যমে "৩৩ গাইবান্ধা-৫ আসনের ভোট বন্ধ করেছে নির্বাচন কমিশন" এ ধরনের বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার না করার জন্য অনুরোধ জানিয়েছে।