বাসস
  ০৭ জানুয়ারি ২০২৪, ১০:০৪

নড়াইলের দু’টি আসনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু

নড়াইল, ৭ জানুয়ারি, ২০২৪(বাসস): জেলার দু’টি আসনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকাল ৪টা পর্যন্ত।
নড়াইল-১ (কালিয়া উপজেলা ১৪ ইউনিয়ন, একটি পৌরসভা ও সদরের ৫ ইউনিয়ন) নিয়ে গঠিত। এখানে ভোটার রয়েছে ২লাখ ৭৪ হাজার ৭৯০ জন এর মধ্যে পুরুষ  ১লাখ ৩৮ হাজার ৫০২ জন মহিলা ১ লাখ ৩৬ হাজার ১৯৮ জন। ১১০টি ভোট কেন্দ্রের ৬২৯টি কক্ষে ভোট গ্রহণ হবে। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিএম কবিরুল হক মুক্তিসহ ৬ জন প্রার্থী রয়েছেন ভোটের মাঠে।
নড়াইল-২(লোহাগড়া উপজেলা ১২ ইউনিয়ন, দু’টি পৌরসভা ও সদরের ৮ইউনিয়ন) নিয়ে গঠিত। এখানে মোট ভোটার রয়েছে ৩ লাখ ৬৪ হাজার ৯৩৭ জন এর মধ্যে পুরুষ ১ লাখ ৮১হাজার ৫৫০ মহিলা ১ লাখ ৮৩ হাজার ৩৮৭জন। ১৪৭টি ভোট কেন্দ্রের ৮০৪টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের মনোনিত প্রার্থী মাশরাফি বিন মর্তুজাসহ ৭ জন প্রার্থী রয়েছে ভোটের মাঠে।