শিরোনাম
লক্ষ্মীপুর, ৭ জানুয়ারি, ২০২৪ (বাসস): কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে লক্ষ্মীপুরের চারটি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে।
রোববার সকাল ৮টায় জেলার ৪৭৭টি ভোটকেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়।বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বিকেল ৪ টা পর্যন্ত।
সকালে ভোট শুরু সময় ভোটারদের কেন্দ্রে লাইন ধরে দাঁড়িয়ে ভোটের জন্য অপেক্ষা করতে দেখা যায়। এ ছাড়াও, আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত উপস্থিতিও দেখা গেছে।
এখনো পর্যন্ত কোন অপ্রীতিকর খবর পাওয়া যায়নি।
এবার লক্ষ্মীপুরের চারটি সংসদীয় আসনে ভোটার সংখ্যা ১৪ লাখ ৯৬ হাজার ৫৯৬। তাদের মধ্যে নারী ভোটার ৭ লাখ ২২ হাজার ৩৯৯, পুরুষ ভোটার ৭ লাখ ৭৪ হাজার ১৯৩। আর হিজড়া ভোটার চারজন। প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩১ জন প্রার্থী।
নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে জেলায় সেনাবাহিনীর ৩৪৫ জন সদস্য, ১০ প্লাটুন বিজিবি, র্যা বের ৮টি পেট্টোল টিম, পুলিশ, কোস্টগার্ড ও আনসার সদস্যসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছেন।