বাসস
  ০৭ জানুয়ারি ২০২৪, ১০:৩৫

নওগাঁয় ৫টি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে

নওগাঁ, ৭ জানুয়ারি, ২০২৪ (বাসস): জেলার পাঁচটি আসনে সকাল ৮টা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। কেন্দ্রে-কেন্দ্রে ভোটাররা ভোট প্রদান করতে শুরু করেছেন। শীত আর কুয়াশা উপেক্ষা করে কেন্দ্রগুলোতে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে ভোট প্রদান করতে দেখা গেছে।
এ পাঁচটি আসনে ৬৫০টি কেন্দ্রে মোট ১৮ লাখ ৬৩ হাজার ১৫৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। মোট ভোটারের মধ্যে ৯লাখ ২৮ হাজার ৭৩৭ জন পুরুষ, ৯ লাখ ৩৪ হাজার ৪১৩ জন মহিলা এবং ৯জন হিজড়া ভোটার রয়েছেন।
নওগাঁ জেলার পাঁচটি আসনে ছয়টি রাজনৈতিক দলের ১৬ জন এবং স্বতন্ত্র ১৩ জনসহ মোট ২৯ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
খাদ্যমন্ত্রী সাধন মজুমদার এমপি জেলার নিয়ামতপুর উপজেলার শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন।
একজন স্বতন্ত্র প্রার্থীর মৃত্যু হওয়ার কারনে নওগাঁ-২ ( পতœীতলা-ধামইরহাট) আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে।