বাসস
  ০৭ জানুয়ারি ২০২৪, ১১:০৩

রাঙ্গামাটিতে শান্তিপুর্ণভাবে ভোট গ্রহণ চলছে

রাঙ্গামাটি, ৭ জানুয়ারি, ২০২৪ (বাসস): দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ২৯৯ নং সংসদীয় আসনে সকাল থেকে আজ শান্তিপুর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
জেলার  দু’টি পৌরসভা ও ১০টি উপজেলার মোট ২১৩টি কেন্দ্রে  সকাল ৮টা থেকে শান্তিপুর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয় এবং বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
সকাল থেকেই রাঙ্গামাটির ভোট কেন্দ্র গুলোতে পাহাড়ী বাঙ্গালী ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এ আসনের মোট ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৪৫৪  জন । এর মধ্যে পুরুষ ভোটার ২লাখ ৪৭ হাজার ৪১৬ ও মহিলা ভোটার ২লাখ ২৭হাজার ৩৬ জন।
রাঙ্গামাটির একটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী । এর মধ্যে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী অমর কুমার দে ও তৃণমূল বিএনপি সমর্থিত প্রার্থী মো. মিজানুর রহমান।
জেলার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি ভোট কেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।