শিরোনাম
কুমিল্লা (দক্ষিণ), ৭ জানুয়ারি, ২০২৪ (বাসস): জেলায় চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৮টায় নির্ধারিত সময়ে আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়। শীতের কুয়াশা উপেক্ষা করে দেবিদ্বারের কেন্দ্রেগুলোতে আসতে দেখা গেছে অনেক ভোটার। বিশেষ করে নারী ভোটারের ভিড় লক্ষ্য করা গেছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা খন্দকার মু. মুশফিকুর রহমান জানান, সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ শুরু করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটগ্রহণ শুরুর পরপরই কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ভোট দিয়েছেন নৌকার প্রার্থী রাজী ফকরুল ইসলাম। এসময় বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে ভোটারদের উপস্থিতি দেখা গেছে। বিশেষ করে নারী ভোটারের ভিড় লক্ষ্য করা গেছে। এ কেন্দ্রে ভোটপ্রয়োগ শেষে আমজাদ হোসেন নামের এক ভোটার বাসসকে বলেন, আমি শতভাগ বিশ্বাসী, আমার পছন্দের প্রার্থীকে আমি ভোট দিয়েছি, আমি সত্যি খুবই আনন্দিত যে, আমি খুব সহজে ভোট দিতে পেরেছি। নাজমা আক্তার নামে আরেক ভোটার বলেন, ভোট দিয়েছি। এখন পর্যন্ত ভোটের পরিবেশে ভালো রয়েছে। অন্যরা সুন্দরভাবে ভোট দিতে পারছেন, ভালো লাগছে সুষ্ঠু পরিবেশ দেখে। তাদের মতো অন্যরাও খুশি ভোট দিতে পেরে। কুমিল্লায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ নির্বাচনী আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছেন পুলিশ, আনসার, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, সদস্যরা। কুমিল্লার ১১টি আসনে ভোট চলছে।