শিরোনাম
লালমনিরহাট, ৮ জানুয়ারি ২০২৪ (বাসস) : জেলায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
আজ সোমবার সকালে জেলা শহরের ক্যান্টিন মোড়ে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লালমনিরহাট- ৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এডভোকেট মতিয়ার রহমান।
এ সময় লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা, এডভোকেট নজরুল ইসলাম রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আশরাফ হোসেন বাদল, গোলাম মোস্তফা স্বপন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।