শিরোনাম
সিরাজগঞ্জ, ৮ জানুয়ারি ২০২৪ (বাসস): জেলার তাড়াশ উপজেলায় আজ অটোরিকশা ও নসিমনের (শ্যালো ইঞ্জিন চালিত যান) মধ্যে মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইব্যক্তি নিহত হয়েছেন।
আজ সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার হাটিকুমরুল- বনপাড়া মহাসড়কের হামকুড়িয়া এলাকায় ৮ নম্বর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বড় বেলাই গ্রামের আমির হোসেনের ছেলে সাইদুর রহমানের (২৭) পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তবে, এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদু জানান, হাটিকুমরুল- বনপাড়া মহাসড়কের হামকুড়িয়া এলাকায় একটি অটোরিকশা ও শ্যালো ইঞ্জিন চালিত নসিমনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক সাইদুর রহমান ও এক নারী যাত্রী নিহত হয়েছেন।
তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০-শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত যান দুইটি জব্দ করা হয়েছে।