শিরোনাম
বগুড়া, ৯ জানুয়ারি ২০২৪ (বাসস) : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে জেলার বিভিন্ন আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যরা আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ মঙ্গলবার বেলা ১২ টায় স্থানীয় মুজিব মঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের নবনির্বাচিত দুই সংসদ সদস্য বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর নেতৃত্ব নবনির্বাচিত সংসদ সদস্যরা শ্রদ্ধা জানান।
এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গ, জাতীয় চারনেতা এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে একমিনিট নিরবতা পালন করা হয়।
জেলায় নৌকা প্রতীক নিয়ে নবনির্বাচিত অপর তিনজন সংসদ সদস্য সাহাদারা মান্নান, ডা. মোস্তফা আলম নাননু ও রেজাউল করিম তানসেন এসময় উপস্থিত ছিলেন।