বাসস
  ০৯ জানুয়ারি ২০২৪, ২৩:০৬
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ২৩:২৭

নওগাঁর মান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৫

নওগাঁ, ৯ জানুয়ারি, ২০২৩ (বাসস): জেলার মান্দায় পিকআপ ও ট্রাকের মিখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার রাত ৯টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে উপজেলার সাবাইহাট সংলগ্ন শ্রীরামপুর গ্রামে এই দুর্ঘটনাটি ঘটেছে।
মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, রাত ৯টার দিকে নওগাঁ থেকে একটি ট্রাক রাজশাহীর দিকে যাচ্ছিল। এ সময় সাবাই এলাকায় বিপরীত দিক থেকে আসা ১০/১২ জন শ্রমিক বোঝাই পিকআপের সঙ্গে সংঘর্ষ বাধে ট্রাকটির। এতে পিকআপের চালক ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় কমপক্ষে সাতজন। আহতদের স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন-পিকআপ চালক সদর উপজেলার হাপানিয়া গোয়ালপাড়া গ্রামের মৃত সৈয়দ আলীর পুত্র আকরাম (৪৫),  নওগাঁ শহরের চকরামপুর, বালুডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকার মৃত কাদিরের পুত্র রবিউল ইসলাম(৪০) এবং একই এলাকার সিরাজুলের পুত্র রাজন (৩৫)।
ঘন কুয়াশার কারণে এই সড়ক দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা ওসির। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো থানা হেফাজতে নিয়েছে পুলিশ।