শিরোনাম
মুন্সীগঞ্জ, ৯ জানুয়ারি, ২০২৪ (বাসস) : জেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে সড়ক দুর্ঘটনায় মো. মজিবুর রহমান নাদিম (২৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় নিহত নাদিমের ভাইসহ দুই আরোহী আহত হন।
আহতরা হলেন- মো. সাব্বির (২২) ও মো রবিন (২০)। মঙ্গলবার সন্ধ্যার আগে মহাসড়কের গজারিয়া অংশের চট্টগ্রামমুখী লেনের আলীপুরা ফিদা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক নিহত নাদিম ও আহত রবিন ঢাকার দক্ষিণ খান উপজেলার আনর গ্রামের শহিদুল্লাহর ছেলে এবং সাব্বির বগুড়া জেলার সদর থানার ফুলতলা গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে।
আহত রবিন জানান- মোটরসাইকেল যোগে তারা কুমিল্লা যাচ্ছিল। ভবেরচর এলাকায় আসলে পিছন থেকে অজ্ঞাত গাড়ির ধাক্কায় ওয়ানওয়ের আইল্যান্ডে গিয়ে ধাক্কা লেগে মোটরসাইকেলটি উল্টে পড়ে। তাদের স্থানীয়রা উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাদিমকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে ভবেরচর হাইয়ের থানার ওসি মো হুমায়ুন কবির জানান, মরদেহ সুরতহাল করা হয়েছে। মোটরসাইকেল হেফাজতে নেয়া হয়েছে, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়ায়াধীন রয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।