বাসস
  ১০ জানুয়ারি ২০২৪, ১৭:৩৬

গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

গোপালগঞ্জ, ১০ জানুয়ারি ২০২৪ (বাসস) : জেলায় আজ নানা কর্মসূচীর মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে।
আজ বুধবার দুপুরে জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।
জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিরা জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে সংশ্লিষ্টরা পবিত্র ফাতেহা পাঠ, জাতির পিতা বঙ্গবন্ধু ও ১৯৭৫'র ১৫ আগস্টে নিহত শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে করেন।
এদিকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে দিবসের তাৎপর্য তুলে ধরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার আল বেলী আফিফা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদসহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপিস্থত ছিলেন।