শিরোনাম
টাঙ্গাইল, ১২ জানুয়ারি, ২০২৪ (বাসস): ঘনকুয়াশায় পরিবহনের ধীরগতি ও যত্রতত্রভাবে গাড়ি চালানোর কারণে টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৮ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে বেলা বাড়ার সাথে-সাথে যানবাহন স্বাভাবিক হয়।
আজ শুক্রবার ভোররাত থেকে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতূপূর্ব মহাসড়কের এলেঙ্গা হতে বঙ্গবন্ধু সেতুপূর্ব পর্যন্ত সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে হাইওয়ে ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের সদস্যরা কাজ করছে।
ট্রাকচালক সোনা মিয়া বলেন, ঢাকা থেকে সকাল ৮ টায় এলেঙ্গাতে পৌঁছেছি। এসে দেখি ধীরে ধীরে গাড়ি চলাচল করছে। প্রচুর কুয়াশা ও অনেক শীত।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত (ওসি) আলমগীর জানান, ঘন কুয়াশা ও রাতে হাতিলা এলাকায় একটি গাড়ি নষ্ট হওয়ার কারণে যানজটের সৃষ্টি হয়েছিল। বেলা বাড়ার সাথে-সাথে যান চলাচল স্বাভাবিক হয়েছে।