বাসস
  ১৩ জানুয়ারি ২০২৪, ১২:৫০
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ১২:৫৫

নওগাঁয় প্রচন্ড শীতে জুবুখুবু মানুষ

নওগাঁ, ১৩ জানুয়ারি, ২০২৪ (বাসস) : জেলায় প্রচন্ড শীত অনুভূত হচ্ছে। ইতিপূর্বে কয়েকদিন দুপুরের পর সূর্য দেখা গেলেও শুক্রবার থেকে নওগাঁর আকাশে আর সূর্যের দেখা মিলেনি। কুয়াশায় ঢেকে আছে দিনরাত। শীতে জুবুথুবু মানুষের জীবনযাত্রা।
একান্ত প্রয়োজন না হলে মানুষ ঘরের বাইরে বের হচ্ছেন না।  বিশেষ করে শ্রমজীবী মানুষেরা চরম বিপাকে পড়েছেন। জীবিকার তাগিদে বের হতে বাধ্য হচ্ছেন তারা।
নওগাঁ জেলার বদলগাছি আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী মোঃ মিজানুর রহমান জানিয়েছেন ,শনিবার সকাল ৯টায় নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস সূত্রে দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।  
নওগাঁর জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা জানিয়েছেন এ বছর শীতে ১ লাখ ২ হাজার ৫শ কম্বল সরকারিভাবে বরাদ্দ পাওয়া গেছে। সাথে সাথে সেসব কম্বল পুরো জেলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে বিতরণ করা হয়েছে।