শিরোনাম
ভোলা, ১৩ জানুয়ারি, ২০২৪ (বাসস): জেলা শহরে আজ তিন দিনব্যাপী জন সচেতনতামূলক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় সার্ভিস স্টেশন চত্বরে অগ্নি নির্বাপণ, অনুসন্ধান, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক এ কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক আরিফুজ্জামান। জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এ কার্যক্রমের আয়োজন করে।
জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ সহকারী পরিচালক মো: লিটন আহম্মেদের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউল হক, ফায়ার সার্ভিস ভোলা সদরের স্টেশন অফিসার মোঃ সুমন মিয়া, চরফ্যশনের মো: আসাদুজ্জামান, দৌলতখানের মিজানুর রহমান প্রমুখ ।
জেলা ফায়ার সার্ভিস এর উপ সহকারী পরিচালক জানান, বাংলাদেশের একটি দুর্যোগ প্রবন এলাকা।যেকোনো সময়ে বিভিন্ন দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই আজকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্য ও ভলান্টিয়ারদের নিয়ে এ প্রশিক্ষণ হচ্ছে। যাতে করে দুর্যোগকালীন সময়ে সবাইকে নিয়ে একসাথে কাজ করা যায়। প্রথম দুইদিন টেকনিক্যালসহ বিভিন্ন বিষয়ের প্রশিক্ষণ শেষে শেষের দিন মহড়া অনুষ্ঠিত হবে।