বাসস
  ১৩ জানুয়ারি ২০২৪, ১৭:৪৮

হবিগঞ্জে ক্ষতিগ্রস্থ জমির মালিকদের মধ্যে ক্ষতিপূরনের চেক বিতরণ

হবিগঞ্জ, ১৩ জানুয়ারি ২০২৪ (বাসস): জেলার আজমিরীগঞ্জ উপজেলায় আজ ভুমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ জমির মালিকদের মধ্যে ক্ষতিপূরনের ১৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
আজ শনিবার দুপুরে জেলা প্রশাসকে সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. জসিমউদ্দিন প্রধান অতিথি হিসেবে এসব চেক তুলে দেন।
হবিগঞ্জের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাদিকুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রিয়াংকা পাল, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো আশাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কমকর্তার্রা জানান, এদিন “সুনামগঞ্জ-মদনপুর-দিরাই-শাল্লা-আজমিরীগঞ্জ-হবিগঞ্জ সড়কের শাল্লা-জলসুখা অংশ নির্মাণ (হবিগঞ্জ অংশ)” শীর্ষক প্রকল্পের আওতায় চারটি চেকে মোট ১৪ লাখ টাকার চেক ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হয়।