শিরোনাম
সুনামগঞ্জ, ১৩ জানুয়ারি ২০২৪ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মতিলাল দাস ওরফে পাখি বাবুর (৭৫) শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
আজ শনিবার বিকেল ৫টায় সদর উপজেলার লক্ষনশ্রী ইউনিয়নের নারকিলা গ্রামের স্মশানে তাঁর সৎকার করা হয়।
এর আগে, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. এমদাদুল হক শরীফের নেতৃত্বে একদল পুলিশ তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে করুন সুর বেজে উঠে।
উল্লেখ্য, সদর উপজেলার লক্ষনশ্রী ইউনিয়নের নারকীলা গ্রাম নিবাসী সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও ইউনিয়ন পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মতিলাল দাস (পাখি বাবু) শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি চারপুত্র ও দুইকন্যা রেখে গেছেন।