বাসস
  ১৩ জানুয়ারি ২০২৪, ২০:৩৪

রাঙ্গামাটিতে পর্যটকদের নিরাপত্তা ও স্কর্টের জন্য দু’টি গাড়ি হস্তান্তর

রাঙ্গামাটি, ১৩ জানুয়ারি ২০২৪(বাসস): জেলায় আজ পর্যটন স্পট  সাজেকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করাসহ  টহল ও স্কর্ট কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সাজেক ভ্যালি পুলিশ ক্যাম্প এবং বাঘাইহাট পুলিশ ক্যাম্পে দুইটি নতুন গাড়ি হস্তান্তর করা হয়েছে।
আজ শনিবার দুপুর ১টায় সাজেক উন্নয়ন ফোরামের উদ্যোগে বাঘাইহাট জোন মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এসব গাড়ী হস্তান্তর করেন রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ।
এসময়  বাঘাইহাট জোনের উপ-অধিনায়ক  মেজর ফয়সাল আমির মোহাম্মদ তারেক, সহকারি পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল) আব্দুল আওয়াল চৌধুরী, সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান খান, খাগড়াছড়ির দিঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক- সহ সাজেক রিসোর্ট মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে একটি এবং সাজেক রিসোর্ট মালিক সমিতির পক্ষ থেকে একটি সহ মোট দুইটি নতুন গাড়ি সাজেক ভ্যালি পুলিশ ক্যাম্প এবং বাঘাইহাট পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।