বাসস
  ১৪ জানুয়ারি ২০২৪, ১৪:০২

কুমিল্লায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

কুমিল্লা (দক্ষিণ), ১৪ জানুয়ারি, ২০২৪ (বাসস) : জেলার ধনুয়াখলায় আজ আব্দুল আজিজ-মেহেরুন নেছা ফাউন্ডেশনের আয়োজনে সহস্রাধিক লোকের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। দুপুর ১২টায় জেলার ধনুয়াখলা আর্দশ পাবলিক ডিগ্রী কলেজ মাঠে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জাগ্রত মানবিকতার প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ডা: তাহসীন বাহার সূচনা।
বিশিষ্ট সমাজ সেবক আব্দুল আজিজ এবং মেহেরুন নেছা ফাউন্ডেশনের উপদেষ্টা সফিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্দশ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট হোসনেয়ারা বেগম বকুল, কালিরবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সেকান্দার আলী, আব্দুল আজিজ-মেহেরুন নেছা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শিল্পপতি সাইদুর রহমান সৈকত ও আব্দুল আজিজ-মেহেরুন নেছা ফাউন্ডেশনের সহ-সভাপতি শিল্পপতি সাইফুল ইসলাম সাগর, বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম, দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সমাজ কল্যাণ সম্পাদক ইব্রাহিম খলিল সিপন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেজাউল করিম মিঠুসহ ইউনিয়নের সকল ইউপি মেম্বারবৃন্দ। অনুষ্ঠানে সহ¯্রাধিক লোকের মাঝে শীত বস্ত্র তুলে দেন অতিথিরা। ধনুয়াখলা গ্রামের সন্তান  মাহাবুব আলম মানিক সিআইপির পিতা-মাতার নামে প্রতিষ্ঠিত আব্দুল আজিজ-মেহরুন ন্নেছা ফাউন্ডেশন মানব কল্যাণে কাজ অব্যাহত থাকবে বলেন জানান ফাউন্ডেশনের উদ্যোতরা।