শিরোনাম
পীরগঞ্জ (রংপুর), ১৫ জানুয়ারি, ২০২৪ (বাসস): রংপুরের পীরগঞ্জে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে ড়দরগাহ ইউনিয়ন আওয়ামী লীগ। স্থানীয় সংসদ সদস্য স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী’র নির্দেশনায় আজ শীতার্তদের মধ্যে ২০০ কম্বল বিতরণ করা হয়েছে।
পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এটিএম মাজহারুল আলম মিলন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক আনিছার রহমান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেজমুল হক মন্ডল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আতাউর রহমান মুকুল, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মশফিকুর রহমান পল্টন এ সময় উপস্থিত ছিলেন।