শিরোনাম
নীলফামারী, ১৫ জানুয়ারী, ২০২৪ (বাসস) : জেলায় দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ এনজিও ফেডারেশন (এফএনবি)।
আজ সোমবার সকালে লক্ষীচাপ ইউনিয়নের দুরাছুরি ধান ব্যাংক চত্বরে প্রধান অতিথি হিসেবে এসব কম্বল বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদি হাসান। সদর উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ তালুকদার, উন্নয়ন সংস্থা ব্যুরো বাংলাদেশের আঞ্চলিক ব্যাস্থাপক আবু সাইদ, এফএনবি জেলা শাখার সভাপতি ও ইউএসএস এর নির্বাহী পরিচালক ভুবন চন্দ্র রায়, সাধারণ সম্পাদক ও ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. আকতারুল ইসলাম, আশার আঞ্চলিক ব্যবস্থাপক তাজুল ইসলাম ও উদ্দীপনের আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল আউয়াল এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য এফএনবির ব্যানারে জেলায় শীতবস্ত্র হিসেবে ৫০০টি কম্বল বিতরণ করা হয়েছে।