শিরোনাম
চাঁদপুর, ১৬ জানুয়ারি, ২০২৪ (বাসস): জেলা শহরের বড় স্টেশন মাছঘাট এলাকা থেে গতকাল বিকেল-৪টায় ৬০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে।
সোমবার বিকেলে ৫টায় জব্দ জাটকা কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম জানান, সদর উপজেলায় বিশেষ কম্বিং অপারেশন-২০২৪ উপলক্ষে সোমবার ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের (প্রথম সংশোধিত) আওতায় বাংলাদেশ কোস্ট গার্ড এবং সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, চাঁদপুর সদর এর যৌথ উদ্যোগে বড়স্টেশনে মাছঘাটে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় নোয়াখালী জেলা হতে আসা ৬০০ কেজি জাটকা জব্দ করা হয়। জব্দ জাটকা স্থানীয় এতিমখানা, গরীব ও দুস্থ ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন ইলিশ প্রকল্প চাঁদপুরের সহকারী মৎস্য কর্মকর্তা এসএম মুশফিকুর রহমান. ক্ষেত্র সহকারি মো. জামিল হোসেন, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চীফ পেটি অফিসার এম শফিকুল ইসলামসহ কোস্ট গার্ডের অন্যান্য সদস্যরা।