শিরোনাম
ময়মনসিংহ, ১৬ জানুয়ারি ২০২৪ (বাসস) : জেলায় আজ ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)- এর উদ্যোগে ৭৪ জন দরিদ্র ও অসহায় নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ৩ টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এসব সেলাই মেশিন বিতরণ করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্যানেল মেয়র-১ মো. আসিফ হোসেন ডন, প্যানেল মেয়র-৩ সামীমা আক্তার, সচিব মো আরিফুর রহমান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম, প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা মোঃ বুলবুল আহমেদ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া সুষম উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের সক্ষমতা বৃদ্ধিতে নানা উদ্যোগ নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে নারী উন্নয়নে ময়মনসিংহ সিটি কর্পোরেশন নানা কর্মসূচি বাস্তবায়ন করছে।
তিনি জানান, নগরীর আকুয়া বাইপাস এলাকায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জমিতে নারীদের দক্ষতা বৃদ্ধিতে একটি প্রশিক্ষণ কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই সেটি উদ্বোধন করা হবে।