শিরোনাম
সিলেট, ১৭ জানুয়ারি, ২০২৪ (বাসস) : আগামী একমাসের মধ্যে সিলেট নগরীর রাস্তাঘাটকে হকার মুক্ত করার ঘোষণা দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।
গতকাল মঙ্গলবার রাতে সিলেট মেট্টোপলিটন চেম্বারের হলরুমে বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল এমপি নির্বাচিত হওয়ায় তাকে চেম্বারের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিসিক মেয়র এ ঘোষনা দেন।
অনুষ্ঠানে সিসিক মেয়র বলেন, সিলেট মহানগরীর বিভিন্ন সড়কে হকারদের অবস্থান নিয়ে সমালোচনা চলছে। বিষয়টা আমাদেরও দৃষ্টিগোচর হয়েছে। এ নিয়ে আমরা কাজ শুরু করেছি। হকার নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সব পক্ষের সাথে আলোচনা চলছে।
তিনি বলেন, বিষয়টির সাথে অনেক কিছু জড়িত। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে নাগরিক জীবনে স্বস্তি ফিরিয়ে আনা। রাজপথে হকার থাকার কারণে প্রতিনিয়ত যানজটের কবলে পড়তে হচ্ছে নগরবাসীকে। মেয়র বলেন, ইনশাল্লাহ আগামী একমাসের মধ্যে এ সমস্যার সমাধান হবে। সিলেটের রাজপথ অবশ্যই হকার মুক্ত করতে এবং পরিচ্ছন্ন নগরী গড়তে যা যা করা প্রয়োজন, তার সবকিছু করা হবে। তিনি গ্রিন সিলেট, ক্লিন সিলেট গড়ার কাজে সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সিলেট মেট্রোপলিটন চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল জব্বার জলিলের সভাপতিত্বে ও সিলেট মেট্টোপলিটন চেম্বারের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল। এতে ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও সিলেটের বিশিষ্টজনরা বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।