শিরোনাম
নাটোর, ১৭ জানুয়ারি, ২০২৪ (বাসস) : বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে জেলার পদ্মা নদী অধ্যুষিত লালপুর উপজেলার ৩২ মৎস্যজীবীকে বকনা বাছুর প্রদান করা হয়েছে। আজ বুধবার বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্বরে এসব বাছুর বিতরণ করেন নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম আজাদ।
এ সময় সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল শ্রেণী-পেশার মানুষকে সম্পৃক্ত করে দেশের উন্নয়ন নিশ্চিত করতে চান। কোন পেশার মানুষ অবহেলিত নয়, তাঁরা আর্থিকভাবে অনগ্রসরও থাকবে না। সুষম উন্নয়নের মাধ্যমে দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা ড. আবুল কালাম আজাদ এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী।
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপজেলা মৎস্য অফিস এ অনুষ্ঠান আয়োজন করে। এরআগে সুবিধাভোগী মৎস্যজীবীদের তিনদিনের প্রশিক্ষণ প্রদান করা হয়।