শিরোনাম
সুনামগঞ্জ ১৮ জানুয়ারি, ২০২৪ (বাসস) : সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে এডভোকেট নজরুল ইসলাম শেফু সভাপতি ও এডভোকেট শেরেনুর আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গতকাল বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। অন্যান্য পদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি পদে মো.বশির উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো.আনিসুজ্জামান,সহ সাধারণ সম্পাদক পদে মো.ফজলুল হক, অর্থ সম্পাদক পদে দীপঙ্কর বনিক,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো.নুর আলম নির্বাচিত হয়েছেন।
এছাড়া পাঠাগার সম্পাদক পদে তনয় চক্রবর্তী,সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক পদে মো.গোলাম আরিফ,মহিলা বিষয়ক সম্পাদক পদে জান্নাতুল ফেরদৌস,নির্বাহী সদস্য পদে মো.শামসুর রহমান,মোহাম্মদ কামাল হোসেন,মো.আবুবকর,স্বপন রায় ও নাজিম কয়েস আজাদ বিনা প্রতিদ্ব›দ্বিতায় নির্বাচিত হন। প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট বজলুর রশীদের নেতৃত্বাধীন ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি এ নির্বাচন পরিচালনা করে। মোট ১৬টি পদের মধ্যে ৮টি পদে নির্বাচন সম্পন্ন হয়।