শিরোনাম
গাজীপুর, ১৮ জানুয়ারি, ২০২৪ (বাসস) ঃ জেলার শ্রীপুর উপজেলায় আজ ভোরে প্রাইভেটকার নিয়ন্ত্রণে হারিয়ে মাফিজ মন্ডল নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ভোর সাড়ে ৬টায় দিকে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বদনীভাঙ্গা-গাজীপুর আঞ্চলিক সড়কের বদনীভাঙ্গা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাফিজ মন্ডল (৬৫) গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামের গোলাম মওলার ছেলে। এঘটনায় চালক রুবেল মিয়া আহত হয়েছেন।
নিহতের ভাতিজা রফিকুল ইসলাম জানান, মাফিজ মন্ডল তিনদিন আগে ঢাকার শোরুম থেকে নতুন প্রাইভেটকার কিনেন। গাড়ি কেনার লেনদেন ও কিছু কাজ বাকী ছিল। বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে নতুন কেনা প্রাইভেটকার নিয়ে প্রাইভেটকারের বাকী কাজ সম্পন্ন করতে বাড়ি থেকে রওনা দেন। কিছুদুর যাওয়ার পর বদনীভাঙ্গা-গাজীপুর আঞ্চলিক সড়কের বদনীভাঙ্গা ব্রিজ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের উঠার আগে সড়কের বাঁকা পাড় হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়। স্থানীয়রা এসে গাড়ির জানালার কাঁচ ভেঙ্গে মাফিজ মন্ডলকে মৃত অবস্থায় ও চালক রুবেলকে আহতবস্থায় উদ্ধার করে। চালক রুবেলকে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। মাওনা ফাঁড়ির ইনচার্জ মিন্টু শেখ বলেন, সড়ক দুর্ঘটনায় এক জনের মৃত্যুর খবর পেয়েছি। খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি।