শিরোনাম
নাটোর, ১৮ জানুয়ারি, ২০২৪ (বাসস) : নাটোর চিনিকলে চলতি মৌসুমে তিন হাজার ২১৪ টন চিনি উৎপাদন হয়েছে। মাড়াই মৌসুমের সমাপ্তি শেষে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় এ তথ্য প্রকাশ কওে চিনিকল কর্তৃপক্ষ।
৬৫ হাজার টন আখ মাড়াই করে চার হাজার ২২৫ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে গত বছরের ২৪ নভেম্বর নাটোর চিনিকলের আখ মাড়াই মৌসুম শুরু হয়। মৌসুম শেষে ৫৪ মাড়াই দিবসে চিনিকল ৬৯ হাজার ৮৫০ টন আখ মাড়াই করে তিন হাজার ২১৪ টন চিনি উৎপাদনে সক্ষম হয়। উৎপাদন মৌসুমে আখ থেকে চিনি আহরণের হার সাড়ে ছয় শতাংশ নির্ধারণ করা হলেও অর্জিত হয়েছে ৪. ৬০ শতাংশ।
নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া বলেন, গত মৌসুম অপেক্ষা এ বছর অধিক চিনি উৎপাদন হয়েছে। কৃষক পর্যায়ে উন্নত আখের বীজ ও প্রযুক্তি সরবরাহ এবং ঋণ প্রদান, প্রণোদনা প্রদান, আখের ক্রয় মূল্য বৃদ্ধি ও বিক্রয়কৃত আখের মূল্য দ্রুত পরিশোধ ইত্যাদি ব্যবস্থাপনার মাধ্যমে আগামীতে চিনিকলকে লাভজনক পর্যায়ে নিয়ে যেতে চেষ্টা চলছে।