বাসস
  ১৮ জানুয়ারি ২০২৪, ১৬:৩৩

ভোলার দৌলতখানে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

ভোলা, ১৮ জানুয়ারি, ২০২৪ (বাসস): জেলার দৌলতখান উপজেলায় আজ জেলেদের বিকল্প কর্মসংস্থানের জন্য ২৩টি গরুর বকনা বাছুর বিতরণ করা হয়েছে। 
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে এসব বকনা তুলে দেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। 
নির্বাহী কর্মকর্তা পাঠান মো: সাইদুজ্জামানের সভাপতিত্বে বাছুর বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আযাদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম খান, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গির ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: মাহফুজ হাসনাইন।
এর আগে উপজেলার ভবানীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নের ৩৫০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রী’র ত্রাণ তহবিলের কম্বল বিতরণ করেন সংসদ সদস্য আলী আজম মুকুল।