শিরোনাম
মৌলভীবাজার, ১৮ জানুয়ারি, ২০২৪ (বাসস): কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ বলেছেন, ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য সরকার কৃষকদের ভালো বীজ, সারসহ বিভিন্ন কৃষি উপকরণ সহায়তা বাড়াবে।
কৃষি-প্রধান বাংলাদেশে ফসল উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, ‘যেভাবেই হোক ফসলের উৎপাদন বাড়াতে হবে।’
তিনি বলেন, কোন অবস্থাতেই বীজ, সার প্রভৃতি কৃষি উপকরণের কোন রকম ঘাটতি কিংবা সংকট হবে না। উৎপাদন বাড়াতে প্রয়োজনের চেয়ে বেশি করে কৃষি উপকরণ দেওয়া হবে।
মন্ত্রী আজ বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। সাত বারের নির্বাচিত সংসদ সদস্য ড. মোঃ আব্দুস শহীদ কৃষিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় তাঁর নির্বাচনী এলাকা শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অন্যান্য সংগঠন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
কৃষিমন্ত্রী বলেন, ‘দ্রব্যমূল্য বৃদ্ধির পিছনে সিন্ডিকেট কাজ করে। এই সিন্ডিকেট কিভাবে ভাঙা যায়, তার কার্যকর পদ্ধতি আমরা বের করার চেষ্টা করছি। তবে, মজুতদারী রোধ করতে হবে, মজুতদারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।’
দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক উল্লেখ করে তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শই আমার জীবনে সবচেয়ে বড় পুঁজি। এই আদর্শের কারণেই বঙ্গবন্ধু আমাকে ভালবাসতেন। স্বাধীনতার পর বিদেশে মানে লন্ডনে গিয়ে স্থায়ী হওয়ার সুযোগ ছিল, কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করি বলেই সেখানে যাইনি। দেশে থেকে জনগণের পাশে দাঁড়িয়েছি। এখন জনগণের ভালবাসাই আমার সম্পদ। এই সম্পদ রক্ষায় আমি সর্বোচ্চ চেষ্টা করব।’
পরে মন্ত্রী আজ সন্ধ্যায় শ্রীমঙ্গলে ফুলছড়া চা বাগানের শীতার্ত ও অসহায় চা-শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।