বাসস
  ১৮ জানুয়ারি ২০২৪, ১৯:৩৯

মেহেরপুরে জাল দলিল করার অপরাধে একব্যক্তির কারাদন্ড

মেহেরপুর, ১৮ জানুয়ারি ২০২৪ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ জাল দলিলে নামজারি করতে গিয়ে ধরা পড়ে আশরাফুল আলম (৫৪) নামের একব্যক্তি দুইমাসের কারাদন্ডে দন্ডিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা ভূমি অফিসে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ কারাদন্ড প্রদান করেন।
দন্ডিত দলিল জালিয়াত আশরাফুল আলম মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।
সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম জানান, দন্ডিত আশরাফুল ইসলাম চুয়াডাঙ্গা থেকে মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর মৌজার একটি দাগে একটি জমির জাল দলিল তৈরি করেন। ওই জাল দলিলটির নম্বর ৩২৬৭/২২। দন্ডিত আশরাফুল সেই জাল দলিলটি নিয়ে মেহেরপুর সদর উপজেলা ভূমি অফিসে নামজারি (খারিজ) করার আবেদন করেন। আজ বৃহস্পতিবার ওই নামজারি (খারিজ) আবেদনের শুনানি ছিলো। শুনানিকালে সাব-রেজিস্টারের স্বাক্ষর জাল প্রমানিত হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আশরাফুল আলম তার অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমান আদালত বসিয়ে দন্ডবিধি ১৮৬০- এর ২৯১ ধারায় তাকে দুইমাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।  
তিনি জানান, দন্ডিত আশরাফুল আলমকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।