শিরোনাম
দিনাজপুর ১৮ জানুয়ারি, ২০২৪ (বাসস): জেলায় গত তিনদিনে র্যাব সদস্যরা বিভিন্ন এতিমখানাসহ শীতার্ত জনসাধারণের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছেন।
দিনাজপুর র্যাব-১৩ ক্যাম্পের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়- আজ বেলা ১১ টায় র্যাব সদস্যরা শহরের পুলহাট এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় থাকা সাড়ে ৩০০ শিক্ষার্থীর মধ্যে কম্বল বিতরণ করেন। একইভাবে সদর উপজেলার শিকদারহাট, ফাসিলা ও মহনপুরে এতিমখানায় শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন।
তারা গত তিনদিন ধরে এই কার্যক্রম জেলার বিভিন্ন এতিমখানায় ও শীতার্ত জনসাধারণের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছেন। শীতের এ অবস্থায় তাদের শীতবস্ত্র বিতরণ চলমান রাখবেন বলে জানায়।