বাসস
  ১৯ জানুয়ারি ২০২৪, ১২:২৩

নাটোরে শীতার্ত অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ

নাটোর, ১৯ জানুয়ারি, ২০২৪ (বাসস) : জেলার নলডাঙ্গা উপজেলায় গতরাতে শীতার্ত মানুষের মধ্যে ৫৫০টি কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
উপজেলার বিপ্রবেলঘড়িয়া, মাধনগর এবং পিপরুল ইউনিয়নের বিভিন্ন বসতি এবং ভাসমান মানুষের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মাছুদুর রহমান এবং নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক।
জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা বলেন, নাটোরে শীতের তীব্রতায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। প্রতিরাতে জেলার বিভিন্ন স্থানে কম্বল প্রদান করা হচ্ছে। এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।