বাসস
  ১৯ জানুয়ারি ২০২৪, ১৫:৩৫

বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক মালিকের ইন্তেকাল : চুয়াডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

চুয়াডাঙ্গা, ১৯ জানুয়ারি, ২০২৪ (বাসস) : জেলা চুয়াডাঙ্গা পৌর এলাকার বড়বাজার পাড়ার বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক মালিক (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি..রাজেউন)। চুয়াডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন তার দাফন সম্পন্ন হয়েছে। 
গতকাল রাতে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক মালিকের মৃত্যু হয়। তিনি স্ত্রী, ছেলে মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
আজ দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা ও চুয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সেকেন্দারের নেতৃত্বে পুলিশ লাইনের একদল চৌকস দলের গার্ড অব অনার প্রদান শেষে চুয়াডাঙ্গা আলিয়া মাদরাসা মাঠে নামাজের জানাজা শেষে তাকে দাফন করা হয়। 
রেজাউল হক মালিকের মৃত্যুতে মুক্তিযোদ্ধা ইউনিটসহ আওয়ামী লীগের স্থানীয় বিভিন্ন সহযোগী সংগঠন পৃথক শোক প্রকাশ করেছে।